সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ১৮ অক্টোবর
প্রকাশ: ২০১৬-১০-০৮ ১৪:১৬:৪৯
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন ও আলোচনা সভা কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, নারী শিক্ষার্থীদের প্রতি সহিংসতা রোধে ১৮ অক্টোবর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ মিনিটের প্রতীকী মানববন্ধন এবং ২০ অক্টোবর সভা হবে।