‘খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা বাড়ছে’

প্রকাশ: ২০১৬-১০-০৮ ১৫:৫৮:০৬


square_hospitalসিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার খাদিজা বেগম নার্গিসের বেঁচে থাকার সম্ভাবনা বাড়ছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ শনিবার দুপুরে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়। গত মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফা অস্ত্রোপচার শেষে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

গত সোমবার বিকেলে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা পরীক্ষার হল থেকে বের হওয়ার পথে চাপাতি দিয়ে তাকে কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম। গুরুতর আহত খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক দফা অস্ত্রোপচার শেষে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।