আলোচনায় বসলো আন্দোলনরত রেলকর্মীরা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-১১ ১৪:৩৮:৪৩


রেলওয়ের অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণসহ ৬ দফা দাবিতে আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনায় বসেছে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রেলভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক ও রেল সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় কর্মীরা চাকরি স্থায়ীকরণ, মিথ্যা মামলা প্রত্যাহার, চাকরিচ্যুত কর্মীদের কাজে পুনর্বহাল ও আউটসোর্সিংয়ের মতো কালো আইন বাতিলের দাবি জানান।

বিষয়গুলো নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে সমাধানের জন্য প্রধান উপদেষ্টার কাছেও তুলে ধরবেন বলেও আশ্বাস দেন রেলওয়ে কর্তারা। সভা শেষে কর্মীরা জানান, দাবি আদায় না হলে আগামীতে আবারও আন্দোলনে যাবেন তারা।

এম জি