পূজার আনন্দ বাড়াতে রণবীরের পাগলামি! (ভিডিও)
প্রকাশ: ২০১৬-১০-১০ ১২:৪৩:১৩
দূর্গাপূজাকে উপলক্ষ্য করে আগের দিন কত গানই না গাওয়া হতো। সুরকাররা আবার সেই গানে বসাতেন বিশেষ সুর যা পূজার আমেজটা পূর্ণমাত্রায় ফুটিয়ে তলতো। বাকিটুকু ছিল গায়ক-গায়িকার কণ্ঠের জাদু! কিন্তু এখন সময় বদলেছে। এখন আর পূজোর গানগুলো ততটা জনপ্রিয়তা পায়না। তবে, বলিউড অভিনেতা রণবীর সিংয়ের পূজার গান আপনার আনন্দে অতিরিক্ত মাত্রা যোগ করবেই!
ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, আসলে রণবীর যে পূজার কথা মাথায় রেখে গান তৈরি করেছেন, এমনটা নয়। তবে সেই গান যখন পূজার মৌসুমেই মুক্তি পেল, তখন তাকে পূজার গান বলতে বাধা কোথায়?
শুনলে অবাক হবেন, ‘ডোন্ট হোল্ড ব্যাক’ বলে গানটি লিখেছেন রণবীর নিজেই! গেয়েছেনও তিনিই! তাঁর স্বভাবজাত পাগলামি আর তরতাজা মনের যুগলবন্দিতে সেই ব়্যাপ পূজা জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট! গানের ভিডিও আপনাকে মুগ্ধ করবে!
সানবিডি/ঢাকা/এসএস