নতুন করে সুযোগ পেলেন তাইজুল
প্রকাশ: ২০১৬-১০-১০ ১৬:২৬:৫৭
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।দলে এসেছে একটি পরিবর্তন। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংলিশদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্পিনার মোশাররফ হোসেন রুবেলের জায়গায় দলে ঢুকেছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। বাকি স্কোয়াড রয়েছে আগের দুই ম্যাচের মতোই।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এখন ১-১ এ সমতায় রয়েছে। আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।
তৃতীয় ওয়ানডের ১৪ সদস্যের বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।