ব্লকে ইসলামী ব্যাংকের ১০ লাখ শেয়ার লেনদেন
প্রকাশ: ২০১৬-১০-১০ ১৬:৫১:৩৪
ব্লক মার্কেটে সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ইসলামী ব্যাংক লিমিটেড। আজ ব্যাংকটি ১০ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্লক মার্কেটে সোমবার মোট ৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১৬ লাখ ৪৩ হাজার ৪৬৮টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৫৭ লাখ টাকা।
ব্যাংক এশিয়া ২ লাখ ২১ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ লাখ টাকা।
ওয়ান ব্যাংক লিমিটেড ২ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৩০ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ সাব মেরিন কেবল কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, লিন্ডেবিডি ও এমজেএলবিডি।