ঝিনাইদহে দূর্গোৎসব উদ্বোধনকালে দরিদ্রের মাঝে বস্ত্র বিতরন
প্রকাশ: ২০১৬-১০-১০ ১৭:৪৩:২৩
ঝিনাইদহের সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের শুতুলিয়া মন্দিরে শারদীয়া দূর্গোৎসব উদ্বোধন ,সকল ধর্মের দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রাক্তন সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্দি দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস ছামাদ ।
এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার এর স্বধর্মীনী,জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার , জেলা প্রশাসক এর স্বধর্মীনী,অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমূখ।
সানবিডি/ঢাকা/এসএস