অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন হার্ভার্ড ও এমআইটির অধ্যাপক

প্রকাশ: ২০১৬-১০-১১ ১০:৪৮:২৫


nobelযুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির দুই জন অধ্যাপক এ বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন। আধুনিক অর্থনীতিতে চুক্তিতত্ত্বের গুরুত্ব নিয়ে গবেষণার জন্য তাদের নোবেল দেয়া হল।
সোমবার সুইডেনের রয়্যাল অ্যাকাডেমি অব সাইন্স থেকে অলিভার হার্ট ও বেংট হোমস্ট্রমের নাম ঘোষণা করা হয়। ব্রিটিশ অর্থনীতিবিদ অলিভার হার্ট হার্ভার্ডে ও ফিনল্যান্ডের বেংট হোমস্ট্রম এমআইটিতে অধ্যাপনা করছেন।
পুরস্কার ঘোষণার সময় বলা হয়, ‘আধুনিক সমাজে চুক্তি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হার্ট ও হোমস্ট্রমের গবেষণা বিভিন্ন স্তরে স্বার্থের দ্বন্দ্ব বুঝতে সহায়তা করেছে।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর মতো উচ্চ পদে কর্মরতদের নিয়োগ চুক্তি নিয়ে গবেষণা করেছেন হোমস্ট্রম আর স্কুল, হাসপাতাল বা জেলখানার মতো সেবা প্রতিষ্ঠানগুলো সরকারি নাকি ব্যক্তিমালিকানায় ছেড়ে দেয়া উচিৎ তা নিয়ে গবেষণা করেছেন হার্ট।
১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনা এই দুজনের মধ্যে ভাগাভাগি করে দেয়া হবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক এই অর্থ প্রদান করে।