বন্ড ইস্যুতে অনুমতি পেল ২ ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-১৭ ১৪:৫৫:৩৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি পিএলসি বন্ড ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে ,এক্সিম ব্যাংক ৬ষ্ঠ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে অনুমতি পেয়েছে। বন্ড ইস্যু করার মাধ্যমে ব্যাংকটি ২৫০ কোটি টাকা উত্তোলন করবে।

ব্যাংকটি ৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে ২৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমতি দিয়েছে।বন্ডটি হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন ঘটবে।

অপরদিকে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে  অনুমতি পেয়েছে। গত ১২ আগস্ট বন্ড ইস্যুর অনুমতি পায় ব্যাংকটি। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলন করবে।

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে অনুমতিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে মূলধনভিত্তি শক্তিশালী করতে ব্যাংকটি ১০০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব দিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমতি দিয়েছে।

বন্ডটি হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন ঘটবে।

 

এসকেএস