ইবি প্রেস ক্লাবের সদস্যদের মন্দির পরিদর্শন
আপডেট: ২০১৬-১০-১১ ১৪:৫২:৫৬
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সদস্যরা কুষ্টিয়া জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। সোমবার সন্ধ্যায় দুর্গোৎসবের চতুর্থ দিন মহানবমীতে তারা এসব পূজামন্ডপ পরিদর্শন করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সাংবাদিকরা কুষ্টিয়ার বিভিন্ন পূজামন্ডপে যান। প্রেস ক্লাবের সদস্যরা সেখানে কর্তব্যরত আইনশৃংখলা বাহিনীর সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন। তারা জানান ভক্ত, সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের সমাগমে মহাসাড়ম্বরে সম্পন্ন হচ্ছে প্রতিটি দিনের কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ইকবাল হোসাইন রুদ্র, সদস্য ও এনটিভি প্রতিনিধি জুয়েল হোসেন তনু, প্রচার সম্পাদক শাহদাত তিমির, সাংস্কৃতিক সম্পাদক আসিফ খান, কার্যনির্বাহী সদস্য ফেরদাউসুর রহমান সোহাগ, সদস্য আঃ রহমান রাশেদ, মাসুম সরকার, তারিকুল ইসলাম, নোমান প্রমূখ।
উল্লেখ্য, আজ মঙ্গলবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিন ব্যাপী এ ধর্মীয় উৎসব শেষ হবে।