শেখ রেহানা ও পুতুল এবার আ’লীগের কাউন্সিলর
প্রকাশ: ২০১৬-১০-১৩ ১১:৪৪:২৩
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবার আওয়ামী লীগের কাউন্সিলর হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর তালিকার শীর্ষে স্থান পেয়েছেন এই তিনজন।
দলীয় সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলর হলেও এবার প্রথমবারের মতো কাউন্সিলর হলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বুধবার (১২ অক্টোবর) বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা আপা ও আমাদের নেত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর লিস্টে এক, দুই ও তিন নম্বরে রয়েছেন।’
এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানা পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকী ববিকে কাউন্সিলর করে তালিকা জমা দেয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।