ঘাটাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশ: ২০১৬-১০-১৫ ১২:৪৯:১২


wasmটাঙ্গাইল জেলার ঘাটাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের ডালিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- ডালিয়াবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে মোমেন ও দিদার হোসেনের মেয়ে আবিলা।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান মিয়া জানান, বিকেলে বাড়ির পাশে দুই শিশু খেলা করার সময় পাশের ডোবায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।\

সানবিডি/ঢাকা/এসএস