আমার স্ত্রীর জায়গা রান্নাঘরে: নাইজেরিয়ার প্রেসিডেন্ট
প্রকাশ: ২০১৬-১০-১৫ ১৩:১৮:৫৬
‘আমার স্ত্রীর জায়গা বাড়ির রান্নাঘরে’-স্ত্রী সমালোচনার জবাবে এমন মন্তব্য করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। তিনি বলেছেন, আমি জানি না আমার স্ত্রী কোন দলকে প্রতিনিধিত্ব করেন কিন্তু তার জায়গা আমার রান্নাঘর, লিভিং রুম এবং অন্যান্য রুমে।
শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি সফররত বুহারি এসব কথা বলার সময় তার পাশেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একজন নারী জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল দাঁড়িয়ে ছিলেন।
এর আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে, আইশা বুহারি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, তার স্বামী প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি সরকারে কোনো পরিবর্তন না আনলে তিনি আগামী নির্বাচনে তাকে সমর্থন করবেন না।
তিনি বলেন, প্রেসিডেন্ট যেসব শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন, তাদের অধিকাংশকে তিনি নিজেই চেনেন না।
আইশা বলেন, আমি বাইরে যাব না। আর তার পক্ষে প্রচার চালাব না। আগের মতো কোনো নারীকে ভোট দিতে বলব না।