প্রায় বছর দুয়েক হলো, কিছুটা থেমে কিছুটা অনিশ্চয়তায় চলছে ‘স্বত্তা’ চলচ্চিত্রের শুটিং। ঢালিউডে পাওলির অভিষেকটাও তাই বিলম্বিত হচ্ছে। এ নিয়ে কিছুটা উষ্মাও প্রকাশ করতে দেখা গেছে তাকে। সর্বশেষ গত ফেব্রুয়ারীতে এসেছিলেন পাওলি। তারপর দীর্ঘ বিরতির পর গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) এলেন তিনি। লক্ষ্য- শুটিং শেষ করে ফেরা।
কক্সবাজার সৈকতে টানা এক সপ্তাহ চলবে শাকিব খানের বিপরীতে পাওলির দুই গানের দৃশ্যায়ন। শনিবার দুপুর থেকেই শুরু হচ্ছে ক্যামেরা অ্যাকশান। নির্মাতা হাসিবুর রেজা কল্লোল জানালেন, সম্পুর্ণ দেশীয় কোরিওগ্রাফার দিয়ে চলচ্চিত্রটির গানের দৃশ্যায়ন করছেন তিনি। গান দু’টির কোরিওগ্রাফি করছেন মাসুম বাবুল। গানগুলোর সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার।
ঢাকাই চলচ্চিত্রে পাওলিকে কিভাবে আবিষ্কার করবেন দর্শক? এমন প্রশ্নের উত্তরে কল্লোল বললেন, “পাওলিকে বাংলাদেশের নায়িকা হিসেবেই পাবেন দর্শক। ঢালিউডের সাম্প্রতিক চলচ্চিত্র নয়, খান আতাউর রহমানেরা যেমন ছবি বানাতেন তাদের আদর্শ মেনেই চলচ্চিত্রটি নির্মাণ করছি।”
চলচ্চিত্রটিতে শাকিব খানের অভিনয় নিয়েও দারুন আশাবাদী কল্লোল। বললেন, “শাকিব খান যে একজন দুর্দান্ত অভিনেতা তা দর্শক টের পাবেন এ ছবিতে। ছবির ট্রেইলারেই ইতিমধ্যে তিনি বেশ প্রশংসিত হয়েছেন।”
তাহলে, কবে মুক্তি পাবে শাকিব-পাওলি জুটির এ অপেক্ষার চলচ্চিত্র?
কল্লোল বললেন, “চলচ্চিত্রটি নিয়ে ইতমধ্যেই দর্শকদের মধ্যে একধরণের প্রত্যাশা তৈরী হয়েছে। পাওলিও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঢাকাই চলচ্চিত্রে তার অভিষেকের। ফলে আমরাও চাচ্ছি যতদ্রুত সম্ভব কাজ শেষ করে চলচ্চিত্রটি মুক্তি দিতে। ২০১৬ সালের শেষ সপ্তাহে হলেও মুক্তির টার্গেট আমার।”