সারপ্রাইজ দিতে কেরালায় পারি জমালেন কারিনা!

প্রকাশ: ২০১৬-১০-১৬ ১১:০১:৪৬


kareena-kapoorব্যস্ততার শেষ নেই, তবুও সব কিছুর মাঝেই নিজেদের বিবাহবার্ষিকীর কথা ভোলেননি বলিউড দম্পতি সাইফ-কারিনা। আজ ১৬ই অক্টোবর কারিনা কাপুর খান এবং সাইফ আলি খানের চতুর্থ অ্যানিভার্সারি। তবে ছবির কাজের জন্য আগে থেকেই কেরালায় রয়েছেন সাইফ আলি খান।

সাইফ দূরে থাকলেও বিবাহবার্ষিকীর সেলিব্রেশন থেমে থাকেনি। স্বামীকে সারপ্রাইজ দিতে একেবারে কেরালায় পৌঁছে গেলেন কারিনা। আজ সেখানেই পালন করবেন ‘ফোর্থ অ্যানিভার্সারি’।

তবে এই বছরের সেলিব্রেশনটা আরও অনেক বেশি স্পেশাল হতে চলেছে গত তিন বছরের তুলনায়। কারণ তাদের সঙ্গে রয়েছেন তাদের ছোট খানও। স্বশরীরে না হলেও মায়ের মধ্যেই রয়েছে সে। তাই বাকি বছরের থেকে এই বছরটা আরও অনেক বেশি অন্য রকম হতে চলেছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরেই মা হবেন কারিনা।