সাভারে পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার

প্রকাশ: ২০১৬-১০-১৬ ১১:৫১:০৮


Lashসাভারে পৃথক স্থান থেকে চারটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। নিহতদের মৃত্যুর কারণ জানতে মরদেহ চারটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোববার ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে মরদেহ চারটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভোরে হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকার মুনছুর আলী ও রবিউল আলমের মালিকানাধীন একটি রিকশার গ্যারেজ থেকে হেলাল উদ্দিন (৬০) নামে এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

শরীরে বিদ্যুৎ সঞ্চালিত করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় সেই গ্যারেজ থেকে একটি ইজিবাইক লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, ইজিবাইক লুট করার সময় বাধা দেয়ায় ওই নিরাপত্তা কর্মীকে বিদ্যুৎ সঞ্চালিত করে হত্যা করে দুর্বৃত্তরা।

এদিকে, ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকা থেকে এক যুবকের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া গ্রাম থেকে শিরিনা নামে (১৮) এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহটিও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক অজ্ঞাত বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে তাকে ক্ষত বিক্ষত অবস্থায় হাসপাতালে ভর্তি করে যায় কিছু মানুষ। ওই নারীর পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে জানতে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মৃত্যুর কারণ সঠিকভাবে জানার চেষ্টা চলছে। এসব বিষয়ে থানায় মামলা হবে।