রেললাইনে ভিডিও, প্রাণ গেল ২ কিশোরের
প্রকাশ: ২০১৬-১০-১৬ ১৫:৩৩:২৬
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো শুভ (১২) ও পারভেজ (১৩)। তারা ব্রাহ্মণবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল। তাৎক্ষণিক তাদের আর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সাত্তার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ভাদুঘর এলাকা অতিক্রম করছিল। এ সময় দুই কিশোর অন্য লাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে ওই ট্রেনের ভিডিও করছিল। পেছন থেকে ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।