স্ত্রীর হাতে স্বামী খুন
প্রকাশ: ২০১৬-১০-১৬ ১৭:১৯:৩২
পাবনার সাঁথিয়ায় স্ত্রীর শিলের আঘাতে স্বামীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় পাথাইল হাট গ্রামে।
জানা যায়, শনিবার সকাল ১১ টার দিকে পাথাইল হাটের মৃত সোবাহানের ছেলে রাহেদ আলী (৬৫) নিজ ঘরে বিশ্রামরত ছিলেন। এসময় তার স্ত্রী আলেয়া বেগম(৫৫) মসলা বাটার শিল দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন।
এতে রাহেদ আলী গুরুত্বর আহত হলে প্রথমে তাকে বেড়া হাসপাতালে ও পরে বগুড়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে সংবাদ পেয়ে সাঁথিয়া থানা পুলিশ পাথাইল হাট থেকে নিহত রাহেদের লাশ উদ্ধার করেন। তার ঘাতক স্ত্রী আলেয়া বেগমকে আটক করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, রাহেদ আলীর লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী আলেয়াকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।