পাকিস্তানি শিল্পীদের নিয়ে বিতর্কে এবার মুখ খুললেন পরেশ
প্রকাশ: ২০১৬-১০-১৬ ১৭:২৯:০৬
ভারত-পাকিস্তানের উত্তেজনায় পাকিস্তানি শিল্পীদের নিয়ে বিতর্কের মাঝে এবার মুখ খুললেন পরেশ রাওয়াল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে তিনি লিখেছেন, ‘আরও একটা প্রাণ কেড়ে নিল জঙ্গিরা… ফিল্ম ইন্ডাস্ট্রির একতার প্রাণ’।
সম্প্রতি ‘সিনেমা ওনার্স এগজিবিটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ (সিওইএআই) জানিয়েছে, যে সব ছবিতে পাকিস্তানি অভিনেতা, গায়ক অথবা সুরকারেরা কাজ করবেন কিংবা যে ছবি পাক-পরিচালক দ্বারা বানানো হবে, তা মহারাষ্ট্র, গুজরাট এবং গোয়ার সিঙ্গেল স্ত্রিন থিয়েটারে দেখানো যাবে না।
সিওইএআই এর এ ধরনের নিষেধাজ্ঞার পরেই এই ট্যুইট করলেন পরেশ। তার বক্তব্য, পাক-শিল্পীরা কাজের জন্য টাকা পেয়েছেন এবং দেশে ফিরে গিয়েছেন। কিন্তু শাস্তিটা পাচ্ছেন বলিউডের প্রযোজকেরা। এটা কত দূর যুক্তিসঙ্গত?
সিওইএআই’এর এই সিদ্ধান্তের জেরে কিছুটা বিপাকে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। তবে করণ অবশ্য এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কিছু বলেননি। টুইট করে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দেখতে আসার জন্য।