থাইল্যান্ডে বন্ধ ফেসবুকের বিজ্ঞাপন

প্রকাশ: ২০১৬-১০-১৬ ১৭:৩২:৪৩


Facebookথাইল্যান্ডের রাজা ভূমিবলের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সে দেশে সব ধরণের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ১৩ অক্টোবর থেকে অনির্দিষ্ট কালের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও সামাজিক প্রথার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবার কবে বিজ্ঞাপন প্রচার স্বাভাবিক হবে সেটি কর্তৃপক্ষের থেকে ঘোষণা দিয়ে জানানো হবে। ফেসবুকের নিজস্ব ব্লগে বিজ্ঞাপনদাতাদের উদ্দেশ্যে দেয়া এ বার্তায়  দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাজার মৃত্যুর কারণে সমস্ত থাইল্যান্ড শোকাহত। তাই শোকাহত জনগণের সাথে সমবেদনা জানিয়ে এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। গত বছর থাইল্যান্ডে শাখা অফিস খোলার পর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ব্যবহারকারীদের পোস্ট করার মাত্রাও বৃদ্ধি পেয়েছে। থাইল্যান্ডে বর্তমানে ৩ কোটি ৭০ লাখের মতো ফেসবুক ব্যবহারকারী রয়েছে। আর মোবাইলে ফেসবুক ব্যবকারীর সংখ্যাও ক্রমাগত বাড়ছে।