রিজভীর কারামুক্তিতে বাধা নেই
আপডেট: ২০১৬-১০-১৬ ১৭:৫৬:২৩
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত হয়নি। রিজভীর আইনজীবী সগির হোসেন রোববার এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ১৩ অক্টোবর ওই মামলায় হাইকোর্ট রিজভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। এ আবেদনের প্রেক্ষিতে রোববার অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন। তাই রিজভীকে দেয়া জামিন আদেশ বহাল থাকছে।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
রিজভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। তার সঙ্গে ছিলেন সগির হোসেন।
নাশকতার পাঁচ মামলায় গত ৭ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান রিজভী। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে যায়। ওই মামলাগুলোতে আদালত ‘নো অর্ডার’ দেন।