চবিতে ক্লাস শুরু ৬ অক্টোবর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২৪-০৯-২৬ ২১:০৩:২২


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৬ অক্টোবর (রোববার) থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ আগে ৩ অক্টোবর আবাসিক হলে শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেয়া হবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা হলে আসন বরাদ্দ পেতে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। পরে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ পাওয়া শিক্ষার্থীরা ৫ অক্টোবর হলে উঠতে পারবেন। হলে উঠার পর রোববার (০৬ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে চবি উপ-উপাচার্য (একাডেমিক) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান বলেন, আগামী ৬ অক্টোবর সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর (রোববার) থেকে ২ অক্টোবর (বুধবার) পর্যন্ত চারদিন হলে সিটের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে। আবেদনের পুরো প্রক্রিয়াটি পরবর্তীতে জানানো হবে।

এম জি