মিসরে আরো বাড়তে পারে গম উৎপান: এফএএস

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৪-০৯-২৮ ০৮:৪২:৪১


মিসর সরকার ২০২৪-২৫ অর্থবছরে দেশের গমের আবাদযোগ্য অঞ্চল বৃদ্ধি ও বাড়তি উৎপাদনে ‍উৎসাহ দিচ্ছে। ফলে দেশটিতে গম উৎপাদন বাড়তে পারে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচার সার্ভিস (এফএএস)। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম।

এ ব্যাপারে এফএএস জানায়, মিসরে ২০২৪-২৫ অর্থবছরে মোট গম উৎপাদন হতে পারে ৯২ লাখ টন। আগের বছর দেশটিতে ৮৮ লাখ ৭০ হাজার টন গম উৎপাদন হয়েছিল।

সংস্থাটি আরো জানায়, এ সময় মিসর ১ কোটি ২৫ লাখ টন গম আমদানি করতে পারে। এটি আগের পূর্বাভাসের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বেশি। তবে দেশটিতে ২০২৩-২৪ অর্থবছরে একই পরিমাণ গম আমদানি হয়েছিল।

প্রতিবেদনে এফএএস জানায়, মিসর সাধারণত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সবচেয়ে বেশি গমের আটা সরবরাহ করে। দেশটিতে সম্প্রতি গম প্রক্রিয়াকরণ সক্ষমতা বাড়ায় গমের আটা রফতানিও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। জানুয়ারি-মে পর্যন্ত দেশটির রফতানি বেড়েছে ২৫০ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে জিবুতি, সুদান, সোমালিয়া, পশ্চিম তীর ও গাজায়।

এনজে