ধানমন্ডি থেকে ড্যাব নেতা দোলন গ্রেফতার
প্রকাশ: ২০১৬-১০-১৭ ১৮:৫৯:২২
বিএনপি সমর্থক চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর নেতা কাজী মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে কলাবাগান থানা পুলিশ আদালতের ওয়ারেন্ট এর ভিত্তিতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। কাজী মাজহারুল ইসলাম দোলন বিএনপির গত কমিটিতে স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন। নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য রাখা হয়েছে তাকে।
জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে কলাবাগান থানা পুলিশ ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৩৯ নম্বর বাসা থেকে দোলনকে গ্রেফতার করে। রাতে তাকে কলাবাগান থানায় আটক রাখা হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, ২০১৫ সালের ৯ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর- ১২। ওই মামলাটি বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। সম্প্রতি তদন্ত কর্মকর্তা আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। পরে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।