ডিএমপির ৫ ডিসিকে বিভিন্ন বিভাগে পদায়ন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-০১ ১৫:৪৫:৩৩


ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন করা হয়।

পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন- ক্রাইম বিভাগের মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুনকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, সচিবালয় নিরাপত্তা বিভাগের মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুনকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, পিওএম-পশ্চিম বিভাগের এম তানভীর আহমেদকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, পিওএম-উত্তর বিভাগের মোহাম্মদ হারুন অর রশিদকে অতিরিক্ত দায়িত্বে পিওএম-পশ্চিম এবং অপারেশন্স বিভাগের মো. রফিকুল ইসলামকে অতিরিক্ত দায়িত্বে ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে।

বিএইচ