৩ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-০২ ১০:০৫:৩৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুইটিকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ , দেশ গার্মেন্টস ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোনালী আশঁ বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেওয়ায় এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে, দেশ গার্মেন্টসের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৩) জন্য সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ করে নগদ লভ্যাংশ দেওয়ায় জেড থেকে বি ক্যাটাগরিতে এবং ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের (৩১ ডিসেম্বর, ২০২৩) জন্য সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেওয়ায় জেড থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে।
আজ ২ অক্টোবর থেকে কোম্পানিগুলো পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন করবে।
এসকেএস