মারা গেল স্বজনদের ফেলে যাওয়া সেই জোড়া লাগা জমজ

প্রকাশ: ২০১৬-১০-২০ ১১:৫৫:২৮


twin-babyমারা গেল সেই জোড়া লাগানো জমজ শিশু। বুধবার ( অক্টোবর ১৯) দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ইনকিউবিটরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জোড়া লাগানো এই জমজ।

জন্মের পরপরই ঢামেকে ফেলে পালিয়ে গিয়েছিলো এই জমজের স্বজনরা। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই জমজের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দেন। পরবর্তীতে এই জমজের চিকিৎসায় গঠিত হয় মেডিকেল বোর্ড।

পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনুর ইসলাম বৃহস্পতিবার (অক্টোবর ২০) বাংলানিউজকে এই জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুরু থেকেই আশঙ্কাজনক অবস্থায় ছিলো এই জোড়া লাগানো জমজ শিশু। তাদের মাথা থেকে বুক পর্যন্ত জোড়া লাগানো ছিলো।

এদিকে গাইবান্ধা থেকে আসা অপর একটি জোড়া লাগানো জমজের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডা. শাহনুর। আজকের অস্ত্রোপচারে তাদের পায়খানার রাস্তা পৃথক করা হয়েছে বলে জানান তিনি। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।