‘লংমার্চ টু ঢাকা’ ঠেকাতে বিজিবিকে দায়িত্ব দেওয়া হয়েছিল: মহাপরিচালক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-০৩ ১৫:২৭:২৬
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ ঠেকাতে সরকার বিজিবিকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু তা না করে ছাত্র-জনতার পক্ষে বিজিবি কৌশলগতভাবে কাজ করেছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি৷
বিজিবি মহাপরিচালক বলেন, ‘ছাত্র আন্দোলনে ইচ্ছে করেই ঝুঁকি কমাতে বিজিবি ভারী গোলা মোতায়েন করেনি৷ বিজিবিকে হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল, কিন্তু সেটি করিনি আমরা৷ সরকারি আদেশ মান্য করার পাশাপাশি অভ্যুত্থানে বিজিবি ছাত্রদের সহায়তা করেছে৷’
তিনি বলেন, ৫ আগস্ট ‘লংমার্চ টু ঢাকা’ ঠেকাতে বিজিবিকে দায়িত্ব দেয়া হয়েছিল৷ অনেক বড় বড় জায়গা থেকে রিকোয়েস্ট করা হয়েছিল৷ অভ্যুত্থানে ছাত্র-জনতার পক্ষে কৌশলগতভাবে কাজ করেছে বিজিবি৷
বিজিবি মহাপরিচালক বলেন, দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা আছে৷ ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে৷ স্যাবটাজ হতে পারে৷
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে কোনদিক দিয়ে ভারতে গেলেন, সেই তথ্য নেই বিজিবির কাছে জানিয়ে তিনি বলেন, এত নজরদারির মধ্যেও কীভাবে ভারতে পালিয়ে গেছেন মামলার আসামিরা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় অপরাধীদের ফিরিয়ে আনা যেতে পারে৷ সেটি দেখবে সরকার৷
বিএইচ