কালিয়াকৈরে আওয়ামীলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১০-০৫ ১৮:৫১:৫৭


গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৪ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (০৫ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) জোবায়ের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল (৫০) তিনি, আটাবহ ইউনিয়ন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শাহরিয়ার সুজন (৩৩), ওই ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ইয়াসিন (৪০), সূত্রাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হোসাইন (৫২), সুত্রাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোস্তাক (৬০), ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি স¤্রাট হোসেন (২৮)। তাদেরকে দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) জোবায়ের জানান, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় কালিয়াকৈর থানায় কয়েকটি মামলা রুজু হয়। ওইসব মামলায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করে।

বিএইচ