জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-০৬ ১১:৫১:২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ জমি কয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি রাজধানীর বসুন্ধরা বারিধারা আবাসিক এলাকায় ১২.২৫ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই জমি কিনতে প্রতি কাঠা ৯৪ লাখ টাকা হিসেবে ১১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা খরচ হবে।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের কাঞ্চনপুর ইউনিয়নের ললাটি মৌজায় ৬.১৩ ডেসিমেল জমি কিনবে। এই জমি কিনতে কোম্পানিটিরি ১৫ লাখ ৩২ হাজার ৫০০ টাকা খরচ হবে। এই জমি ক্রয়ে রেজিস্ট্রেশনসহ অন্যান্য খরচ কোম্পানি বহন করবে।
গত ৫ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় জমি কেনার এই সিদ্ধান্ত হয়।
এসকেএস