উদীচি রাবি সংসদের সভাপতি সারওয়ার সম্পাদক নাইমুর

প্রকাশ: ২০১৬-১০-২২ ১২:১৫:০৯


udici-secretary-naimurউদীচি রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সম্মেলনের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন উদীচি কেন্দ্রেীয় কমিটির সহ-সভাপতি রতন সিদ্দিকী।

নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারীঅধ্যাপক মো. গোলাম সারওয়ার পূনরায় সভাপতি ও সাধারণসম্পাদক হিসেবে একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ নাইমুর রহমান নতুন ভাবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে দায়িত্ব পাওয়া অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গৌতম দত্ত, জিনাতুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক অন্তরআলী এবং কোষাধ্যক্ষ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাতিলসিরাজ।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে অবস্থিত উদীচির নিজ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপর একটি র‌্যালী বের করে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ক্যাফেটেরিয়ায় আলোচনা সভায় মিলিত হয়। সেখান থেকেই নতুন কমিটি ঘোষণা করা হয়।এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুজ্জামান, উদীচি রাবি সংসদের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রিপন কর্মকার ও জেলা উদীচির নেতৃবৃন্দসহ অনেকেই।

সানবিডি/ঢাকা/এসএস