মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১০-০৭ ১০:৩৭:০০
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে।
রোববার (৬ অক্টোবর) রাতে অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন, বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
এ ব্যাপারে তিনি বলেন, অবৈধভাবে ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্তে খুলনা-৫ আসনের সদ্য সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নারায়ণ চন্দ্র চন্দ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত মন্ত্রী হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
এনজে