হিলিতে কেজিতে ১৫-২০ টাকা কমেছে পেঁয়াজের দাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-০৭ ১১:৩৫:২৪
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ১৫-২০ টাকা।
এ ব্যাপারে বন্দর সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম ছিল ৯০-৯৫ টাকা। বর্তমানে তা কমে হয়েছে ৭০-৭৫ টাকা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও বন্দরে আসা পাইকারি ব্যবসায়ীদের মধ্যে।
হিলি বন্দরের পেঁয়াজ আমদানিকারক হেলাল উদ্দিন জানান, ভারতে পেঁয়াজের উৎপাদন বাড়ায় সরবরাহ বেড়েছে। ফলে দেশটির বাজারে দাম কমায় হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে।
এছাড়া ভারতে রফতানি শুল্ক ও বাংলাদেশে আমদানি শুল্ক কমিয়ে আনার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। আগে আমদানি কিছুটা কম থাকলেও বর্তমানে প্রতিদিন ১৫-২০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে আসছে। এতে সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম। দুর্গা পূজাকে সামনে রেখে আমদানি বাড়লে দাম আরো কমে আসতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থলবন্দর কার্যালয় সুত্রে জানা যায়, গত তিন কর্মদিবসে ১ হাজার ৮৮২ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এনজে