সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড আবেদন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-০৭ ১৫:৩৩:৪৬


মকবুল নামে এক বিএনপিকর্মী মৃত্যুর ঘটনায় করা মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে তার উপস্থিতিতে এ রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করার কথা জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান ডিআইজি রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। পরে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

সাবের হোসেন চৌধুরী সবশেষ সংসদে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয়েছিল।