প্যারামাউন্ট টেক্সটাইলের আইসিএসবি জাতীয় পুরষ্কার অর্জন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-০৮ ১৫:৫৫:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির “আইসিএসবি জাতীয় পুরষ্কার-২০২৩” স্বর্ণ পদক অর্জন করেছে।
প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি “টেক্সটাইল এবং আরএমজি ক্যাটাগরিতে” স্বচ্ছ করপোরেট গভর্নেন্স এবং কোম্পানীর সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চেত করার স্বীকৃতিস্বরূপ এ পদক অর্জন করেছে।
বাংলাদেশ সরকারের বাণিজ্য, অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথির কাছ থেকে গ্রুপের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, কোম্পানির চেয়ারম্যান আনিতা হক এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক রাতুল দাস কোম্পানীর পক্ষে ”আইসিএসবি জাতীয় পুরষ্কার-২০২৩” স্বর্ণ পদক গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মো: সেলিম উদ্দিন এবং আইআরডি সচিব এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এফসিএমএ ।
এসকেএস