জীবনটা লোভ আর ভয়ে ভয়েই শেষ

আপডেট: ২০১৬-১০-২৩ ১১:৪৪:১৬


সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম

ছোট বেলায়ঃ ভাত খাও তা না হলে ভূতে নিয়ে যাবে… এখানে ভূতের ভয়।

একটু বড় হওয়ার পরঃ নামাজ পড় তা না হলে জাহান্নামে যাবে… এখানে জাহান্নামের ভয়।

এখনঃ পড়! তা না হলে জীবন যাপনের মান ভালো হবে না (এখানে অর্থের লোভ)…কেউ কেউ বলে কোন বাপ তার মেয়ে দিবে না (so funny)…

জীবনটা লোভ আর ভয়ে ভয়েই শেষ…significance গুলো আর জানা হল না।

ছোট বেলার ভূতের গল্প নায় হয় বাদই দিলাম…(কারন আম্মু ঠিক এই কথা বলে আমায় খাইয়েছিল কিনা মনে পরতেছে না)

আরে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত নারে ভাই…এর আরও অনেক গুরুত্ব আছে( মন ভালো হয়, really হয়। মন খারাপের সময় try করে দেখেন)

আর!
পড়। টাকা দরকার । অনেক টাকা…সময় ক্রয়ের জন্য, সুখ ক্রয়ের জন্য, ভালোবাসা ক্রয়ের জন্য…তা ছাড়া পড়ার দরকার কি?

Physics পড়ে করবা কি? job নাই তো।

আরে ভাই আমি physics পড়ে আমার আব্বুর জমিতে হাল চাষ করবো (farmer)…তাতে আমার বাপের কোন সমস্যা নাই।

মুভি বানাব “The Martian” এর মত(এই ধরনের মুভি বানাতে ভালো ফিজিক্স (physics) এর জ্ঞান লাগে জানেন তো…)

সাংবাদিকতা করবো…(physicist দের থেকে কোন প্রবলেম ভালো কেউ analysis করতে পারে বলে জানা নাই…তাই এই journalism !)

আর ব্যবসা করতে কোন প্রবলেম হবে না…( হিসাব খুব ভালো পারি আমরা , আর imagination এর power টা আমাদের অসাধারণ হয়)

এইগুলো একটু শুনতে কেমন লাগছে আপনার?
তাহলে , Astronomer, Scientist…ও! এগুলো আবার মাথায় ঢোকে না…

Engineering? Teacher? or Whatever?

Never ever ask “Physics পড়ে কি করবে?”

শেখার জন্য পড়ি । ভয়েও না, লভেও না…

সাইফুল ইসলাম

শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয