সাবেক এমপি মহিবুর রহমান মানিক গ্রেফতার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-০৮ ২২:১৬:১৬


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা তাকে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা (নম্বর-০৫/২৫৮, ০৪/০৮/২০২৪) দায়ের করা হয়।

গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

বিএইচ