সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার ইস্যু করবে ইউসিবিএল
প্রকাশ: ২০১৬-১০-২৪ ১০:৫০:০৪
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইউসিবি সহযোগী প্রতিষ্ঠানের ১ কোটি ৪৮ লাখ ৬৫ হাজার শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ১৪ কোটি ৮৬ লাখ টাকা সংগ্রহ করবে।
উল্লেখ্য, ব্যাংকটি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে উল্লেখিত পরিমাণ শেয়ার ইস্যু করতে পারবে।