জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান হলেন মোখলেস উর রহমান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-০৯ ২০:৫৭:৫২


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৯ অক্টোবর) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়।

পৃথক প্রজ্ঞাপনে সরকারের সাবেক সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জীবন বিমা করপোরেশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অপর এক আদেশে বিশেষায়িত কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সাবেক সচিব মো. নাসিরুজ্জামানকেও অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এএ