লন্ডনে আজীবন সম্মাননা পেলেন রুনা লায়লা

প্রকাশ: ২০১৬-১০-২৪ ১১:৩১:৪৪


rula_laila_সংগীতজীবনে সাফল্যমণ্ডিত ৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে আজীবন সম্মাননায় ভূষিত করা হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে।

রবিবার লন্ডনের মেফেয়ারের গ্রসভেনর হোটেলের দ্য গ্রেট রুমে রুনা লায়লার হাতে পুরস্কারটি তুলে দেয় এশিয়ান কারি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ। আজীবন সম্মাননাসহ মোট ১১টি ক্যাটাগরিতে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস দেয়া হয়।

পুরস্কার নেয়ার পর রুনার সঙ্গে সম্মিলিতভাবে ছবি তোলেন লন্ডনের মেম্বার অব পার্লামেন্ট, হাউস অব লর্ডস অ্যান্ড কমন্স ও মেয়ররা।