ভোমরা স্থলবন্দরে কমেছে শুকনা মরিচ আমদানি
সানবিডি২৪ আপডেট: ২০২৪-১০-১০ ১৫:৫০:০৬
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে শুকনা মরিচ আমদানি কমেছে। এই সময়ে মসলাপণ্যটির আমদানি কমেছে প্রায় ১ হাজার ২০০ টন। বাজারে চাহিদা কম থাকায় আমদানি কমানো হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ১৩ হাজার ৭০ টন। যার আমদানি মূল্য ৩৪৭ কোটি ৮২ লাখ টাকা। অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে পণ্যটি আমদানি হয়েছিল ১৪ হাজার ২৪০ টন। যার আমদানি মূল্য ছিল ৩৫৮ কোটি ৫২ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্যটির আমদানি কমেছে ১ হাজার ১৭০ টন।
তবে, আমদানি কমলেও বাজারে শুকনা মরিচের দাম স্থিতিশীল রয়েছে।
এনজে