ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য শহীদুল ইসলাম
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১০-১০ ১৬:০৭:২৭
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।
বুধবার (৯ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন-২০১৩-এর ১১১ ধারা অনুসরণ করে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে তাকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রো-ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী প্রো-ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
২০০৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন অধ্যাপক শহীদুল ইসলাম। এর আগে তিনি এশিয়ান ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস- বিইউপিতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষকতা ছাড়াও শহীদুল ইসলাম একাধিক গবেষণার সঙ্গে জড়িত ছিলেন। এ কাজে তিনি একাধিকবার পুরস্কৃত হয়েছেন। এ ছাড়া তার প্রকাশিত বই পাঠক সমাজে বেশ সমাদৃত।
বিএইচ