প্রথম ঘণ্টায় লেনদেন ২৭৬ কোটি টাকা
প্রকাশ: ২০১৬-১০-২৪ ১২:০৮:৩৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে ঊর্ধ্বগতি রয়েছে। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২৭৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টি কোম্পানির। আর দর কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৫ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪২৬ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছ ২১টির।
সানবিডি/ঢাকা/এসএস