ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশ: ২০১৬-১০-২৪ ১৮:২১:২৭


duঅস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন।
ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ল’র ডিন অধ্যাপক ড. লি ডি মিলিয়া’র নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- একই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিন অধ্যাপক ড. জুলিয়ান টেইচার এবং পোস্ট গ্র্যাজুয়েট বিজনেস প্রোগ্রামের প্রধান অধ্যাপক ড. এজাজ আহমেদ।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ল’র মধ্যে যৌথ আন্ডার-গ্র্যাজুয়েট ও পিএইচডি প্রকল্প চালুসহ বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা করেন।-বাসস
সানবিডি/ঢাকা/এসএস