‘খালেদার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে’

প্রকাশ: ২০১৬-১০-২৪ ১৮:২৬:৪২


Nazrul-Islam-Khanবর্তমান দেশে যে অবস্থা বিরাজমান করছে, সেখানে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। আর সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এঁদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকীতে এই আলোচনা সভার আয়োজন করে আফসার আহমেদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন।