ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

প্রকাশ: ২০১৬-১০-২৫ ১১:৩০:৫৭


jhenidah-pujaঝিনাইদহ শহরের উপশহরপাড়ায় পূজা (১৫) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পূজার বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে পূজাকে ছুরিকাঘাত করে লিটু নামে এক যুবক। পূজা স্থানীয় জমিলা খাতুন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও উপশহরপাড়ার বিপুল কুমার মজুমদারের মেয়ে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, পূজাকে এক বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই পাড়ার লিটু হোসেন। পূজা তার প্রেম প্রত্যাখ্যান করায় রাত সাড়ে ৮টার দিকে লিটু প্রাচীর বেয়ে বাড়ির ছাদে উঠে ক্ষুর দিয়ে পূজার চোয়ালে আঘাত করে। এ সময় পূজা চিৎকার করলে লিটু পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ওসি আরো বলেন, লিটু শৈলকুপা উপজেলার নাগিরাট গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে লিটুর বোন রূপা ও দুলাভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সানবিডি/ঢাকা/এসএস