হিটলার-আমিরই রণবীরের অনুপ্রেরণা!
আপডেট: ২০১৬-১০-২৬ ১৭:৫২:০২
সঞ্জয় লীলা বানশালির নতুন ছবি ‘পদ্মাবতী’তে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। তার চরিত্রের নাম আলাউদ্দিন খিলজী। চরিত্রটির জন্য তিনি অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন। কুকীর্তির জন্য যারা বিশ্বে বদনাম কুড়িয়েছেন তাদের ওপরে রীতিমতো গবেষণা চালানো শুরু করেছেন।
ছবির জন্য প্রস্তুত হতে রণবীর এখন যেসব ঐতিহাসিক চরিত্র নিয়ে নাড়াচাড়া করছেন তার এক নম্বরেই আছে অ্যাডলফ হিটলারের নাম। সঞ্জয় লীলা বানশালিই নিজেও নাকি হিটলারের ওপর লেখা বই রণবীরকে পড়তে দিয়েছেন।
শুধু অ্যাডলফ হিটলারই নন, রণবীর সিং অনুপ্রেরণা নিচ্ছেন বলিউডের পারফেকশনিস্ট আমির খানের কাছ থেকেও। নিজেকে ভেঙে চুরে চরিত্রে মিশে যেতে আমিরের জুড়ি বলিউডে খুঁজে পাওয়া যাবে না। আমিরের পথে চলতে চান রণবীরও। তাই অনুশীলন, পড়াশুনা, গবেষণা, প্রশিক্ষণ কোনোটাই বাদ যাচ্ছে না। তবে রণবীর এতে কতটা সফল হবেন তা বোঝার জন্য অপেক্ষা করতে হবে পদ্মাবতী ছবির মুক্তি পর্যন্ত। ছবিটিতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও শহীদ কাপুর।