পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঘানার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-১৬ ১৫:০৮:১৪


অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ঘানার অনাবাসিক হাইকমিশনার কায়াকু আসোমা চেরিমে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাইকমিশনার তার মেয়াদে বাংলাদেশ সরকার কর্তৃক সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপদেষ্টা বাংলাদেশ ও ঘানার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন।

আলোচনায় উপদেষ্টা দুই দেশের চমৎকার সম্পর্ক বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে আরও গভীর করার ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে ঘানার অনারারি কনসাল ইব্রাহিম দাউদ মামুন এ অ্যাজেন্ডাকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

বিএইচ