খাদিজাকে কেবিনে স্থানান্তর

প্রকাশ: ২০১৬-১০-২৭ ১০:৫৩:৩৩


khadizaস্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন খাদিজার বাবা মাসুক মিয়া।

মাসুক মিয়া বলেন, বুধবার রাত ১২টার দিকে চিকিৎসকেরা তাকে কেবিনে স্থানান্তর করেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে দেখেই চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

খাদিজার বাবা বলেন, খাদিজার সুস্থ হতে দীর্ঘ পুনর্বাসন দরকার। তার বাঁ হাত ও পা এখনো অবশ রয়েছে। এর জন্য তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।

মাসুক মিয়া বলেন, চিকিৎসকেরা বলেছেন, এখনো তার ব্রেইনের কিছু অংশ ড্যামেজ রয়েছে। কয়েকটি শব্দ ছাড়া সে ঠিকমতো কথা বলতে পারছে না। তার স্বাভাবিকভাবে কথা বলতে ও সুস্থ হতে আরো সময় লাগবে ।

গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে ছাত্রলীগ নেতা বদরুল আলম। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দিন রাতেই সিলেট থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।