চাঁদপুরে ইজতেমা শুরু বৃহস্পতিবার

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-১০-১৬ ২২:২৫:৫৯


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর থেকে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা শুরু হচ্ছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর পর্যন্ত জেলা শহরের পুরানবাজার জুট মিল মাঠে অনুষ্ঠেয় এ ইজতেমায় চাঁদপুরের অন্তত ২০ হাজার তাবলিগ জামাতের ভারতীয় মাওলানা সাদপন্থি মুসুল্লি যোগদান করবেন।

এটি নিশ্চিত করেছেন চাঁদপুর তাবলিগ জামায়াতের আমির মাওলানা আব্দুর রশিদ।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ এবং চাঁদপুর পৌরসভার সহযোগিতায় পানি বিদ্যুৎ সেনিটেশন ব্যবস্থাসহ সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যে এই ইজতেমা শুরু হলেও শেষ হবে শনিবার সকাল ১১ টায় আখেরি মুনাজাতের মাধ্যমে। এতে চাঁদপুরের মুসুল্লিরা ছাড়াও ঢাকার কাকরাইলের তাবলিগ জামাতের মুরুব্বিরা উপস্থিত থাকার কথা রয়েছে।

বিএইচ